কালিয়াকৈরে মাদকাসক্ত যুবকের আত্মাহত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকায় জনি বাবু (২৭) নামে মাদকাসক্ত যুবকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকার ফজলুর রহমানের বাসায় স্বপরিবারে ভাড়া থাকে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানান, বিগত সাত বছর পূর্বে জনি বাবুর সাথে পারিবারিক ভাবে তার বোন মারুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। এর পর কয়েক বৎসর যাবৎ জনি বাবু মাদকাশক্ত হয়ে পরে। বিভিন্ন ভাবে জনি বাবুকে মাদকের পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এরই মাঝে গত সাত মাস পূর্বে উপজেলার সফিপুরের বোর্ড মিল এলাকায় ফজলু মিয়ার বাসা ভাড়া নিয়ে তারা স্বামী -স্ত্রী বসবাস শুরু করেন। আজ ১৭ জুলাই বিকেল চার টার দিকে জনি বাবু বাইরে থেকে মাদকাশক্ত হয়ে বাসায় গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। প্রায় ত্রিশ মিনিট অতিবাহিত হবার পর আশপাশের লোকজন ও নিহতের শ্যালক ডাকা ডাকি করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে জনি বাবুকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে। পরে তাকে নামিয়ে প্রথমে উপজেলার সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত জনি বাবু দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রাধিকাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহতের শ্যালক আরও বলেন মৃত জনি বাবুর বিশ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। এ ব্যপারে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন লেখা পযর্ন্ত থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।