গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ ৭ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার কালামপুরসহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পরে রাতেই তাদের কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, তিনটি চাকু ও একটি চাপাতিসহ ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়
গ্রেফতারকৃতরা হলেন রাজু আহম্মেদ রাজ্জাক (৩৫), বিপিন বর্মন (৩২), মো: সাইফুল মোল্লা (৫২), মো: মাহফুজ রানা (২২), আবুল হোসেন ওরফে সামসুদ্দিন (৫৫), মো: এরফান শিকদার (২৩), মো: নাজমুল হাসান (৩০)।
পরে আজ শনিবার দুপুরে তাদের কে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিক্সা ছিনতাই, মোটরসাইকেল ছিনতাই, অপহরণসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে এই দূর্ধর্ষ ডাকাত দলের বিরুদ্ধে। কয়েকটি ঘটনার পর আইন প্রশাসনের টনক নড়লে তাদের উদ্যোগে অভিযান চালানো হয়। কিন্তু তাদের কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই থেকেই অভিযান অব্যহত রাখে। এক সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানা ইনচার্জ আকবর আলী জানান, বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় পরে সেইদিন থেকেই আসামিদের গ্রেফতার করতে দফায় দফায় অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। এবং আসামীদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।