গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদুৎ বাজার, এপেক্স ফুডওয়ার লি: কারখানার সামনে সহ ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য। শুধু হকার নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দখলেও রয়েছে কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকা, পল্লীবিদ্যুত বাজার, এপেক্স ফুডওয়ার লি: এর সামনে, সফিপুর বাজার এলাকায় ফ্লাইওভার ব্রীজ নীচেসহ ও সড়কের পাশের ফুটপাত ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দখল করে বসেছে অবৈধভাবে নিত্য প্রয়োজনীয় বাজার। ফলে রাস্তায় চলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন পথচারীরা। ফুটপাত দখলমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ দাবী করেছেন স্থানীয়রা।
এ সব এলাকা ঘুরে দেখা যায়, এক শ্রেণির ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল করে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। এমনিতেই গাড়ির চাপ তার ওপর ফুটপাত দখল। ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কাছে বারবার আবেদন করলেও আশ্বাস ছাড়া কোন ফলাফল পাওয়া যায় নাই। বিশেষ করে পল্লী বিদ্যুত বাজারের মহাসড়কের দুই পাশে প্রায় ৫০০ এর অধিক অবৈধভাবে বসা দোকানপাটের কারনে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে ফলে এর যানজটের কারনে ভোগান্তি চরমে দাড়িয়ে বিভিন্ন কলকারখানার শ্রমীক সহ দুর পাল্লার যাত্রীবাহী বাস। অপরদিকে অপরিকল্পিত সড়ক পাড়াপারে ঘটছে মৃত্যুর মতো বড় দূর্ঘটনা। এদিকে একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানাযায় সন্ধ্যা নামার সাথে সাথেই হয়েউঠে চাঁদা বাজীর অবয়াআশ্রম।
নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতিটি দোকান থেকে ৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ করেন। তবে কে বা কারা এর সাথে জরিত সেটা নিরাপত্তার কথা না প্রকাশ করতে রাজী হননী। অপরদিকে স্থানীয়রা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন এই বিষয়ে বাজার উচ্ছেদ করতে দ্রুত আইন প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
এই সালনা হাইওয়ে থানার পুলিশ ইনচার্জ ফিরোজ হোসেন জানান, আমরা মাঝে মধ্যেই উচ্ছেদ অভিযান চালিয়ে থাকি। আমরা চলে আসার পর কিন্তু আবার নির্দিষ্ট স্থানে দোকান গুলো বসে।