গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় ১৩ বৎসরের শাওন নামে ছেলেকে বাড়ির দক্ষিণ পার্শ্বের গজারি বন ডেকে নিয়ে আটক করে ভয় দেখিয়ে ২ লক্ষ ৭৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিশু শাওনের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও শাওনের পিতা তারা মিয়ার সাথে কথা বলে জানা যায়, শাওনের পিতা তারা মিয়া আনসার একাডেমিতে চাকরি করেন সেই সুবাদে তিনি সকাল থেকে সারাদিন বাড়ির বাইরে থাকেন। এদিকে শিশু শাওনের মা বেশ কয়েক বছর আগে শাওনের বাবা তারামিয়ার সাথে বিচ্ছেদ হওয়াতে শিশু শাওন একাই বাড়িতে বসবাস করে। বিবাদী সারোয়ার (৩৫) পিতা অজ্ঞাত। মো: মনির হোসেন (৩৬) মৃত গণী উভয় সাং উলুসারা গত ২৫ মার্চ তারিখে সকাল অনুমান দশটার সময় মনির ও সারোয়ার শিশু শাওনকে পার্শ্ববর্তী গজারি বনের ভিতরে ডেকে নিয়ে যায়। সেখানে সরোয়ার ও মনির শিশু শাওনকে ভয় দেখিয়ে আটক রাখে। বাচতে চাইলে বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। পরে শাওন বাড়িতে গিয়ে শাওনের বাবা ড্রামের ভিতর গচ্ছিত ২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে মনিরও সারোয়ার কে এনে দেয়। এবং টাকা দেয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখায়।
বাবা তারা মিয়া আরো উল্লেখ করেন; শাওন আমাকে বিষয়টি এতোদিন জানায়নি। পরবর্তীতে গত ১২ এপ্রিল আমি টাকার প্রয়োজনে ড্রামে রাখা টাকা বের করতে গেলে দেখি সেখানে টাকা নেই।সাথে সাথে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করি, আমার ছেলে শাওন আমাকে বিস্তারিত জানায়।
আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাইয়া বিচার প্রার্থী হইলে বিবাদীদ্বয় টাকা নেয়ার কথা অস্বীকার করে।