গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মাসুদ রানা (৪৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাভারের আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহা উদ্দিনের ছেলে। শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ী (সালনা) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস আই খায়রুল বাসার নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকালে মাসুদ কবিরপুর এলাকার নিজ বাড়ী থেকে কালিয়াকৈরের উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে রওনা দেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌছলে পেছন দিক থেকে আসা দ্রুত গতির তেলবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলসহ মাসুদ মহাসড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।