গাজীপুরে পৃথক দুটি অভিযানে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি ও বিদেশী পিস্তলসহ আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত মধ্যরাতে গাছা বসুরা এলাকার স্বপ্নকানন সুপার মার্কেটের সামনে থেকে আন্তঃজলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি, ২টি তালা কাটার যন্ত্র, ৩টি লোহার রড, ১টি লোহার পাইপ, ১খন্ড রশি, গাড়ির নকল নেমপ্লেট ২টি, বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে গাছা দক্ষিন খাইলকুর এলাকার ফারজানা আফরোজের ৫ তলা বিল্ডিং থেকে ২২ কেজি ৮৪ গ্রাম মাদকসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করে পুলিশ।