ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এক নারী গ্রাহক এক লাখ টাকা উত্তোলন করেন। টাকাগুলো ব্যানিটি ব্যাগে ভরে নিয়ে ব্যাংকের নীচে নামেন। এসময় এক ছিনতাইকারীর কবলে পড়েন নারী গ্রাহক খালেদা বেগম (৪০)। খালেদা বেগমের টাকাসহ ব্যানিটি ব্যাগ ছেড়ে না দেওয়ায় দারালো অস্ত্রধারী ছিরতাইকারী তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। এসময় অন্য আরো তিন-চার গ্রাহক দেখে প্রতিরোধ করতে এগিয়ে গেলে তাদেরকেও ছৃুরিকাঘাত করা হয়। এমন ঘটনা মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের সামনে ঘটে।
তবে স্থানীয় জনতা ব্যাংকের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আজিজ হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করেন। পরে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটককৃত আজিজ হোসেন(২২)ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বনগাকৃৃষ্ণপুর এলাকার মৃত নবীর হোসেনের ছেলে।
আহতরা হচ্ছেন, কালিয়াকৈরের মৌচাক এলাকার মেজবা উদ্দিনের স্ত্রী খালেদা আক্তার(৪০), জয়পুর হাটের পাঁচ বিবি থানার খাইছবাগার এলাকার ইনসান আলীর ছেলে মো: ভুট্রো মিয়া(৩৮), দিনাজপুরের পার্বতিপুর থানার পশ্চিম বাজিতপুর এলাকার মৃত দেরাস মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৫০), অপরজনের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকার ফাষ্টসিকিউরিটি ইসলামী বাংক শাখা থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে খালেদা বেগম নামের এক নারী ১ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি ব্যংক থেকে বের হয়ে নিচে নামতেই পুর্বে থেকে উৎ পেতে থাকা ওই ছিনতাইকারী খালেদা বেগমের টাকার ব্যাগ ছিনিয়ে দিতে চেষ্টা করে। একপর্যায়ে ওই নারীর পিঠে চাকু দিয়ে আঘাত করে। এসময় ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আরো তিনজনকে ছুরিকাঘাত করা করে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত খালেদা বেগমকে উদ্ধার করে মুমুর্ষঅবস্থায় মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে সফিপুর মর্ডান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ আটককৃত আজিজ হোসেনকে গ্রেপ্তার নিয়ে গেছে।
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আটককৃত আজিজ হোসেন থানায় নিয়ে আসা হয়েছে।