গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হাবিবপুর এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সুন্নাহ কওমী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার হাবিবপুর এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন এর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: হারুনর রশীদ, ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জামিয়া আরাবিয়া ইসলামিয়া বালিয়ারপুর মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মুফতি আব্দুর রাজ্জাক, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাওলানা অহিদুজ্জামান ফারুকী সহ স্থানীয় ওলামায়ে কেরাম। এ সময় ধমিও বিষয়ে আলোচনা করা হয়। আরোও উপস্থিত ছিলেন এলাকার গন্যমাণ ব্যক্তী সহ স্থানীয় এলাকাবাসীরা।