কালিয়াকৈরে “আনন্দে গণিত শিখি, নিজেকে দক্ষ রাখি” এই প্রত্যয়ে ত্রিহস্তে প্রস্তুতকৃত গণিত অলিম্পিয়াড বিষয়ক একটি ম্যাগাজিনের রঙিন কভার পেজের স্মরণিকা প্রকাশ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলে মাসিক সমন্বয় সভায় এটির মোড়ক উন্মোচিত হয়।
এতে মোড়ক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন সিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মূরাদ কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইচ চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সহ প্রসাশনিক কর্মকর্তা ও শিক্ষানুরাগী বৃন্দ।
এদিকে উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের আন্তরিক সহযোগিতায় ৩৫জন প্রশিক্ষণার্থী, ৬ জন প্রশিক্ষক, উপজেলা শিক্ষা অফিস, রিসোর্স সেন্টার ও জাইকা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও কিছু অতিথির গণিত বিষয়ক অভিজ্ঞতাসমৃদ্ধ লেখালেখি নিয়ে নানান মাধ্যম ব্যবহার করে (প্রেসে না ছাপিয়ে) এই স্মণিকাটি প্রকাশ করা হয়।
উদ্দেশ্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে যাতে প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, অন্যান্য উপলক্ষ্যে এমনি করে হাতে তৈরি করে হলেও সহজে শিশুর শিখন অভিজ্ঞতাসমৃদ্ধ লেখালেখির মাধ্যমে তার অর্জিত যোগ্যতার মেধার বিকাশ ঘটানো যায়, তাকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করানো যায়/সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়। (প্রেসে ছাপানোর খরচের অভাবে যাতে এ ধরণের সৃজনশীল কাজ বন্ধ না হয়ে যায়) এই উদ্যোগেই বিশেষ আয়োজনটি করা হয়।