গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাই কালে বাসার মিয়া (৪২) ও দুলাল হোসেন (৪০) দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে গণপিটুনি দিয়ে কালিয়াকৈরে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।
আটককৃত বাসার মিয়া নড়াইল জেলার বাবু মোল্লার ছেলে ও দুলাল হোসেন গাজীপুর কাপাসিয়া এলাকার মৃত হাফিজ উদ্দিন এর ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির তিন নাম্বার গেইট এলাকায় অটোরিকশা ছিনতাই কালে জন সাধারণ তাদের আটক করে পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক ফেন্সি জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।