গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামের এক কলেজ ছাত্র মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন ও মেহেদী নামের অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ঐ কলেজ ছাত্র উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সে পিয়ার আলী ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানাযায় সোমবার সকালে উপজেলার ফুলবাড়িয়া টু মাওনা আঞ্চলিক সড়কের বড়ই বাড়ি রোডের মাথায় পৌছালে পিছন থেকে অজ্ঞাত নামা পিকাপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ইনচার্জ তদন্ত আবদুল বাশার জানান নিহতের লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।