গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- উপজেলা বড়ইবাড়ী এলাকায় মিঠু মিয়ার ছেলে মিল্টন হোসেন (২৫) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে সুজন হোসেন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় গত বুধবার (২ মার্চ) রাতে মাদক ব্যবসায়ী মিল্টনের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী মিল্টন ও সুজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ওই মাদক ব্যবসায়ী কাছে থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই আনিসুর রহমান জানান, ওই দুই মাদক ব্যবসায়ীকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।