গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সাউথব্রীজ ইম্পরেয়িাল স্কুল কর্তৃপক্ষ শুক্রবার সকালে দুই শতাধিক শিক্ষার্থীকে বৃওি প্রদান করা হয়েছে।
বৃওি প্রদান উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সফিপুর খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: বখতিয়ার। অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, ব্যবস্থাপক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
বিদ্যালয় কতৃপক্ষ জানায়,কালিয়াকৈর উপজেলার ৪৫টি বিদ্যালয়ের দু্ই শতাধিক শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মাঝ থেকে ট্যালন্টেপুল প্রথম গ্রেডে এবং সাধারণ গ্রেডে ৩২ জনকে দেড় লাখ টাকা এবং অন্যদের শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার সাগ্রমী তুলে দেন।
এ বৃওি প্রদানের আয়োজন করে খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতাল কতৃপক্ষ।