কালিয়াকৈরে আনসার একাডেমির তিন নাম্বার গেইট এলাকার মডেল টাওয়ার এলাকা থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ ইমদাদুল হক ইন্তা (২৬), ওয়াজেদ আলী (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমির তিন নাম্বার গেইট এলাকার মডেল টাওয়ার এর পাশে তপন চৌধুরীর বাসা থেকে আদক সহ তাদের আটক করা হয়। তবে মুল মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩০) কে আটক করতে পারেনি পুলিশ।
ব্যবসায়ী শহিদুল হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠাল ডাঙা গ্রামের ইস্তাব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় ৪ মাস আগে তপন চৌধুরীর বাসায় সহপরিবারে বাসা ভারা নেয় শহিদুল ইসলাম। ভাড়া বাসায় থেকে ফেনসিডিল এর ব্যবসা করে আসছিলো। আটককৃত দুই ব্যক্তি তার আত্মীয়। ঐ বাসায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের থানা হজতে রাখা হয়েছে। এই বিষয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক আজিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে; পরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হবে।