গাজীপুরে নিজ পৈত্রিক সম্পত্তির ভিটাবাড়ি রক্ষার দাবীতে তিন শতাধিক গ্রামবাসী।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী পোড়া এলাকায় পৈত্রিক ভিটাবাড়ি রক্ষার দাবীতে তিন শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন। এ সময় মানববন্ধনে ভুমিদস্যু মতিউর রহমান গংদের গ্রেপ্তারের দাবী জানান গ্রামবাসীরা।
এদিকে মানববন্ধন শেষে বক্তৃতা করেন, অবঃ সার্জেন্ট মো: আব্দুর রাজ্জাক, হোসনে আরা বেগম, আব্দুল মজিদ, চাঁন ভানু, সারোয়ার হোসেন মাষ্টার, আবু সাইদ, আলী আকবর প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা জানান, পিরুজালী মৌজায় আরএস রেকডী মুলে মালিক ও ওয়ারিস হয়ে ১৪-১৫টি পরিবার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। ওই মৌজার রেকডীয় মালিক গত ১৯৭৯ সালে মারা গেলেও ভুমিদস্যু মতিউর রহমান গংরা ওই জমি ১৯৯৯ সালে রেকডীয় মালিক জমি বিক্রি করেছেন বলে একটি দলিল দেখিয়ে জমি জবর দখল করার চেষ্টা করে।
এ নিয়ে মতিউর রহমান গংরা বিভিন্ন সময়ে গাজীপুর সদর থানা, বাসন থানাসহ আদালতে চুরি, ডাকাতি, চাঁদাবাজির মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে গ্রামের নিরীহ মানুষকে। তাই ভুমিদস্যু মতিউর রহমান গংদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা।