ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার ও চন্দ্রা ত্রিমোর এলাকায় গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চন্দ্রা ও সফিপুর এলাকায় ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়। ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সার্বিক সহযোগিতা করেন খাজা বদরুদ্দোজা মর্ডাণ হাসপাতাল ও দেশের ক্ষ্যাতনামা প্রতিষ্ঠান ওয়াল্টন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও সফিপুর বাজার এলাকায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ বক্স উদ্বোধন করেন গাজীপুর পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বি পি এম)
পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশ বক্স শুধু মাত্র ট্রাফিকের জন্যই নয়, এটির বহুবিধ কাজে ব্যবহার হয়। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সর্বসাধারণ উপকৃত হবেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বদরুদ্দোজা মর্ডাণ হাসপাতালের পরিচালক ডা: মো: বখতিয়ার।
এসময়ে সেখানে উপস্থিত ছিলেন- যশোর জেলা পুলিশ সুপার সিআইডি জাকির হোসেন, এএসপি ফারহানা আফরোজ জেমি, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকা, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, সালনা হাইওয়ে থানা ইনচার্জ ফিরোজ হোসাইন, ওয়াল্টন কারখানার নির্বাহী পরিচালক মহসিন মোল্লা, গাজীপুর জেলা ট্রাফিকের টিআই খায়রুল আলম সরকার, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন সহ প্রমুখ।