কালিয়াকৈরে দৈনিক সমকাল পত্রিকার উপজেলা সুহৃদ সমাবেশ ও আহবায়ক কমিটি গঠন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর কালিয়াকৈর রিপোর্টারস ক্লাবে দৈনিক সমকালের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি কবি এম তুষারীর সভাপতিত্বে ও কবি এইচ এম উজ্জ্বল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সরকার আবদুল আলীম, রতনপুর সেন্ট্রাল স্কুলটি প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল ইসলাম, জেনিথ পি এল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুর রহমান মফিজ,হাজী মো: খাদেম আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদা আক্তার দিবা, লাইফ কেয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুর রহমানসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ গণ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় আহবায়ক কমিটি গঠনসহ সামাজিক অবকাঠামো গঠন নিয়ে আলোচনাসহ মতবিনিময় করা হয়।