আসছে ১০ ফেব্রুয়ারি কালিয়াকৈর উপজেলার শ্রিফলতলী ইউনিয়ন নির্বাচনে কে কেন্দ্র করে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেক, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, সহ আলীগের সকল নেতাকর্মী বৃন্দ। এসময় ১০ ফেব্রুয়ারী কালিয়াকৈর উপজেলার বাকী থাকা ১ শ্রিফলতলী ইউনিয়ন নির্বাচনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা সহ ৭ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়।