কালিয়াকৈরে স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে এশিয়ান টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈরে থানা ইনচার্জ আকবর আলী, বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাশ, দৈনিক সমকালের প্রতিনিধি এম তুষারী,এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সামান উদ্দিন, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।