কালিয়াকৈরে জমি সংক্রান্ত জেরে আওয়ামী লীগ নেতার হামলায় মান্নান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজার এলাকায় বাড়ির সীমানা নির্ধারণ প্রাচীর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এ সময় আরো ২ জন আহত হয়।
নিহত ব্যক্তি উপজেলার মাজুখান বাজার এলাকার মৃত হযরত আলীর ছেলে।
অভিযুক্ত প্রতিবেশী মৌচাক ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক সেলিম মাষ্টার ও তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা বেগম ঝুমুর। অভিযুক্ত সেলিম মাষ্টার- ‘মর্নিং সান কেজি স্কুলে’র প্রতিষ্ঠাতা পরিচালক। সে একই এলাকার মজিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ছেলে জাহাঙ্গীর আলম ও রিপন মিয়া আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মান্নান মিয়ার প্রতিবেশী সেলিমের সাথে দীর্ঘ দিন যাবৎ জমির সীমানার দেয়াল নিয়ে বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই বাড়ির মাঝখানে টিন শেডের দেয়াল দিলে প্রতিবেশী আ’লীগের নেতা দলীয় প্রবাব খাটিয়ে এবং তার স্ত্রী যুব মহিলা আ’লীগের নেত্রী ঝুমুরসহ আরো লোকজন নিয়ে আতর্কিত হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে ফেলে।
এতে বাধা দিতে এলে মান্নান মিয়া ও তার দুই ছেলে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় মান্নান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথি মধ্যেই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত যুব মহিলা আ’লীগের নেত্রী ঝুমুরকে পাশের হুমায়ুন কবির নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করে। এ ঘটনায় অপর অভিযুক্ত সেলিম মাষ্টার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় আনা হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগেও সিমানা নির্ধারণ নিয়ে মান্নান মিয়া কয়েকদিন আগে মৌচাক ফাঁড়িতে একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, তারা স্বামী স্ত্রী দলীয় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন যাবত হুমকি প্রদান করে আসছে। সেই সাথে পরবর্তিতে দেখে নিবে বলেও হুমকি প্রদান করে। কিন্তু এই হুমকি যে আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। আর এর মূল্য যে আমার বাবার জীবনের বিনিময়ে মৃত্যু হবে তা আমরা বুঝতে পারিনি। আমরা অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসী চাই।
এ ঘটনায় কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত ঝুমুর নামের এক জনকে ঘটনা স্থল থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।