কালিয়াকৈরে অগ্নিদগ্ধ হয়ে মুক্তা বেগম (৩২) এক নারী শ্রমিক মারা গেছেন। সে এপেক্স ফুটওয়্যার লিমিটেড নামক তৈরি জুতা তৈরি কারখানায় কাটিং বিভাগে ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পৌর ৮নং ওয়ার্ডের সাহেব পাড়া এলাকায় ২৯ শে ডিসেম্বর রাতে ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে সেখানে ছয় দিন চিকিৎসার পর সোমবার রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত মুক্তা বেগম দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার রুদ্রাণী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
মুক্তা কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড কাঠালতলা-সাহেব পাড়া মহল্লার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২৯ ডিসেম্বর ভোরে সিলিন্ডার গ্যাসের রান্না করতে গিয়ে তার শরীরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। তার আগেই আগুনে মুক্তার পুরো শরীর ঝলসে যায়। প্রতিবেশিরা দ্রুত তাকে উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে যান। মুক্তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকবর আলী খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।