নতুন বছরের প্রথম দিনেই শুর হয়েছে বিনামূল্যে বই বিতরণ। সারাদেশের ন্যায় কালিয়াকৈরে শনিবার (১ জানুয়ারী ২২ ইং) সকালে ১০ টায় ক্ষুদ্র নিগোষ্ঠি শ্রমজীবিদের জন্য প্রতিষ্ঠিত সুবাণী প্রান্তিক বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হলো বই উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন জনাব মুজিবুর রহমান (মেয়র, কালিয়াকৈর পৌরসভা), বিশেষ অতিথি ছিলেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সাইফুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালক তন্দ্রা বোখারী, সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সঞ্চালনা করেন অনন্ত কুমার রায় (প্রধান শিক্ষক, উক্ত বিদ্যালয)।
অনুষ্ঠানে নতুন বছরের প্রথম দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদেরকে পুরস্কৃত করা হয় বই দিয়ে। সম্পূর্ন অলাভজনক ও মানবকল্যানমুখী এই ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটি নিজের শ্রম দিয়ে গড়ে তুলছেন বিশিষ্ট সাংবাদিক অর্ধ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক আইয়ুব রানা।
এদিকে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠি ও শ্রমজীবি মানুষের সন্তানদের সুশিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই এই বিদ্যালয়ের একমাত্র উদ্দেশ্য।