গাজীপুরের কালিয়াকৈরে গাউছুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফে পবিত্র ওরশ মোবারক পালিত হয়েছে। সর্বস্তরের ধর্মপ্রান মুরিদানদের উপস্থেতিতে গতকাল বাদ মাগরিব থেকে হুরন মঞ্জিলে একদিন ব্যাপি পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
উপজেলার বরিয়াবর এলাকায় হুরন মঞ্জিলে গতকাল আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্ সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী, আল্-হোসাইনী, আল্ চিশতী নিজামী, আল্-বরিয়াবরীর ব্যবস্থাপনা এবং আওলাদে রাসুল হযরাতুল শাহ্ সুফী সৈয়দ ফারহান হুসাইন রেজভী, আল্-হুসাইনী, আল্ চিশতী নিজামী, আল্-বরিয়াবরীর সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠান সফল ভাবে অনুষ্টিত হয়।
জানা গেছে, প্রতিবছর বাংলা ১৭ই পৌষ আওলাদে রাসুল, হযরাতুল আল্লামা শাহ্ সুফী সৈয়দ শামস্উদ্দিন হুসাইন রেজভী (ছাওয়াল চান) বাবাজান কেবলার স্মরনে পবিত্র ওরশ শরীফ পালন করা হয়। এক দিনের ওরশ শরীফের মধ্যে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, শানে গাউছিয়া পরিবেশন, মিলাদ মাহফিল, জিকির-আজকার, মাজার জিয়ারত, ধর্মীয় জলসা ও আখেরি মোনাজাতের পরে ভক্তদের মাঝে রান্না করা তবারক বিতরন করা হয়।
মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্ সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী, আল্-হোসাইনী, আল্ চিশতী নিজামী, আল্-বরিয়াবরী। প্রতি বছর মানব জাতির এই মহামিলন কেন্দ্রে স্থানীয় মুরিদান ভক্তরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য লোক অংশ গ্রহণ করে।