গত ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের আগের ৭নং ওয়ার্ড বাসীকে দেয়া প্রতিশ্রুতি হিসেবে একটি জরুরি অ্যাম্বুলেন্স দেয়ার কথা ছিলো। সে কথা মোতাবেক পৌরসভার ৭নং ওয়ার্ডে একটি রুগীবাহী জরুরি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন নব নির্বাচিত কাউন্সিলর খাত্তাব মোল্লা।
২৭ শে ডিসেম্বর সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ পৌর সার্কেল অফিস ২ আনুষ্ঠানিক ভাবে ওয়ার্ড বাসীর কাছে হস্তান্তর ও এম্বুলেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কালিয়াকৈর পৌরসভার নির্বাচিত মেয়র মজিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, আকবর আলী, রতন দেওয়ান, হাজী হারিজউজ্জামান খানসহ কালিয়াকৈর পৌর সভার কর্মকর্তারা ও আ’লীগের সকল নেতাকর্মী বৃন্দ এদিকে কালিয়াকৈর পৌরসভা একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়াতে বিভিন্ন জেলা থেকে আসা লোকজন এখানে ভাড়া বাসায় থেকে তৈরী পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানায় চাকুরী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে জীবিকা নির্বাহ করেন।
এদের অধিকাংশ পরিবার নিম্ন আয়ের যারফলে অসুস্থ হলে বা কেও মারা গেলে তাদের পরিবহনের খরচ ব্যয় বহুল হওয়ায় অনেক সময় হিমসিম খেতে হয়। যারফলে সাধারণ মানুষের পক্ষে এর খরচ বাহনে অসম্ভব। এদিকে সাধারণ মানুষের কথা চিন্তা করে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়ী হলে ৭নং ওয়ার্ড বাসী কেন একটি জরুরি অ্যাম্বুলেন্স কিনে দিবেন ব্যক্তিগত অর্থায়নে।
এরই মধ্যে সে কথা রেখেছেন নব নির্বাচিত কাউন্সিলর খাত্তাব মোল্লা। এ সময় তিনি বক্তব্যে আরো বলেন, ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে ও সড়ক নির্মান, খেলার মাঠ, পৌর কবরস্থান, ও সারা ওয়ার্ডকে বৈদ্যুতিক আলোর ব্যবস্থাসহ নানা উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।