গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মালেক স্পিনিং লিমিটেড নামক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ওই স্পিনিং মিলের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ৩ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেনা কালিয়াকৈর ফায়ার সার্ভিস। এদিকে আগুনের অবস্থা বেগতিক দেখে দুইটি ইউনিটের পাশাপাশি আরো ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, সান্ধা ৭ টার দিকে হঠাৎ তুলার গোডাউনে আগুন লাগে। পরে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তে থাকলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য করছে। তবে কারখানার মোতালেব নামের শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। পরে আহত শ্রমিক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি তবে গোডাউনের ভিতরে আরো শ্রমিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন তিব্রতর হওয়ায় আরো ২ ইউনিট ঘটনাস্থলে পৌছেছে।তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানা যাবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।