সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজর আয়োজনে শুরু হয়েছে ৩দিন ব্যপি আইডিয়া বই মেলা।
বুধবার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান পৃষ্ঠপোষকতায় তিন দিন ব্যপী শুরু হয়েছে আইডিয়াল বই মেলা। অত্র প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে এই বই মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করছে। এতে দেশি লেখকের ১০ হাজার বইয়ের কালেকশন করেছে মেলা কতৃপক্ষ। এই বই মেলা স্বর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মেলা চলবে সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ২০২০ সালে প্রথম বই মেলা করা হয়।এই ধারাবাহিকতায় প্রতি বছর বই মেলা হবে।
বই মেলার প্রথম দিনেই দেখা গেছে, বই প্রেমী ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের ব্যপক উপস্থিতি। শিশু কিশোর, সাহিত্যিক, কিশোর থ্রিলার, ও ইসলামিক বইসহ, বিশেষ করে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর বইয়ের বেশ চাহিদা লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই প্রায় দেড় লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে। বই প্রেমীদের বেপক চাহিদার কথা চিন্তা করে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত চলেছে এ আইডিয়াল বই মেলা। এদিকে মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বই মেলা। এই মেলা ১৯ নভেম্বর শুক্রবার বিকাল পর্যন্ত চলবে বলে আইডিয়াল বই মেলা কতৃপক্ষ জানান।