গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে বুধবার দুপুরে ১২টার দিকে ১টি কলোনি ৪ কক্ষ ও ৮টি মুদির দোকানসহ পুরে ছাই হয়ে গেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ এলাকায় পরেশ চন্দ্র বর্মন এর টিন সেড কলোনিতে গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ এলাকায় পরেশ চন্দ্র বর্মন এর বাসার ভাড়াটিয়া নিরব দাশের রুম থেকে গ্যাস সিলিন্ডার লিগেজ থাকায় ব্রাষ্ট হয়ে এই আগুনের সূত্রপাত। পরে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা সারা বাড়িতে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে, ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতেন সক্ষম হয়। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকার বেশি। তবে এই ঘটনা হতাহতের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুপুর ১২:৩০ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারিত করা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।