গাজীপুরের কালিয়াকৈরে নিবার্চনী প্রচারণাকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের উপর হামলা ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সকালে রিটানিং কর্মকর্তা ও কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর, এক যোগে কালিয়াকৈর পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে। ওই নিবার্চনে আটাবহ ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম। গত শনিবার রাত ৭টার দিকে নিবার্চনী প্রচারণাকালে ওই ইউনিয়নের গোসাত্রা মোড়ে সিএনজিতে (গাজীপুর-থ-১১-৮৪৬৫) থাকা তার সমর্থক মো: আকাশের উপর হামলার ঘটনা ঘটেছে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীমের অভিযোগ, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কেএম ইব্রাহিম খালেদের সমর্থকরা শাকিল, সুজন, মাসুমের উপস্থিতিতে অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ সন্ত্রাসী ওই সিএনজি থেকে নামিয়ে আকাশকে এলোপাথারী ভাবে মারপিটে জখম করে। এ সময় ওই সন্ত্রাসীরা আকাশের পড়নের জামাকাপড় এবং ওই সিএনজিতে থাকা মোটর সাইকেল প্রতীকের পোস্টার ও সিএনজির পিছনের কভার ছিড়ে ফেলে। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরবর্তীতে মোটর সাইকেল প্রতীকে প্রচার প্রচারণায় কাউকে পেলে জানে শেষ করে দিবো বলে হুমকি দিয়ে চলে যায় অজ্ঞাত নামা সন্ত্রাসীরা।
এ ঘটনায় ওইদিন রাতেই রিটার্নিং কর্মকর্তা ও থানায় দুটি অভিযোগ করা হয়েছে। এছাড়া রাঁতের আঁধারেকে বা কারা মোটরসাইকেল প্রতীকের পোস্টার বিভিন্ন স্থানে ছিড়ে ফেলে দিচ্ছে। এ ঘটনায় রোববার সকালে অপর আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কেএম ইব্রাহিম খালেদ জানান, আমার নিবার্চনী এলাকায় কোন ধরণের হামলা বা পোষ্টার ছেড়ার ঘটনা ঘটেনি। যদি কেউ এ ধরণের অভিযোগ দিয়ে থাকে, সেটা মিথ্যা অভিযোগ।
উপজেলা নিবার্চন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এএম শামসুজ্জামান জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাহবুব হোসাইন জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।