সারাদেশ ব্যাপি আজ থেকে শুরু হয়েছে এসএসসি জেনারেল, মাদ্রাসাসহ ভোকেশনাল শাখার মাধ্যমিক পরীক্ষা। সারাদেশের গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে এসএসসি জেনারেল মাদ্রাসা ও ভোকেশনাল শাখার মাধ্যমিক পরীক্ষা।
রবিবার সকালে উপজেলার ৬ টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি সমমান জেনারেল, মাদ্রাসা ও ভোকেশনাল শাখার মাধ্যমিক পরীক্ষা।
এবার এসএসসি পরীক্ষায় উপজেলার পাঠ্দান অনুমতি আছে, এমন ৪৫ টি মাধ্যমিক, দাখিল, ও ভোকেশনাল শাখার স্কুলের মোট ৮৮০১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬টি কেন্দ্রে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল, ভিঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়, বড়ইবাড়ি উচ্চ বিদ্যালয়, ও আক্কেল আলী উচ্চ বিদ্যালয়সহ মোট ছয়টি কেন্দ্রে প্রথম সাইন্সের পদার্থ বিজ্ঞানের পরীক্ষা হয়েছে। এ সময় শতভাগ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণ করছে।
মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন খান জানান, আজকে আমাদের স্কুলের কেন্দ্র মোট ৪টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও ২ জন অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জালাল ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬টি কেন্দ্রে ৮৮০১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। তবে আজকে শুধু বিজ্ঞান বিভাগের পরীক্ষা ছিলো।