বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাসেলকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে কালিয়াকৈর পৌর আ’লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত জোড়া পাম্প এলাকায় ফুটবল খেলার মাঠে কালিয়াকৈর পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেক, পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,পৌর যুবমহীলা লীগের আহবায়ক রুপালি আক্তার রুপাসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন পৌর মহিলা আ’লীগের সভাপতি নাজমা বেগম, আমিরুল ইসলাম লিংকন, সাবেক ছাত্রনেতা হারুন অর- রশীদ সিকদার, খাত্তাব মোল্লা, শরীফ মন্ডলসহ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, আসন্ন ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে রেজাউল করিম রাসেলকে মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা গড়ার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান।