আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শরিফুল হক শরীফ মন্ডল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর কালিয়াকৈর প্রেসক্লাবের পুরাতন ভবনে কালিয়াকৈর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শরিফুল হক শরীফ মন্ডল, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
কাউন্সিল প্রার্থী সংক্ষিপ্ত বক্তব্যে জানান, ২০১১ সালের পৌরসভা নির্বাচনের পর ২০১৬ সালে এর মেয়াদ শেষ হলেও পৌরসভা সিমানা নির্ধারণে আইনি জটিলতা দেখিয়ে দীর্ঘ ৭ বছর পর ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রী সভায় এর মধ্যেই নতুন খসরা আইন অনুমোদিত হয়েছে। এখন থেকে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মেয়াদ ৫ বছরের বেশী স্থানী হবেনা। এরই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। সেক্ষেত্রে আমি জয়ী হলে, পৌর ৭নং ওয়ার্ডের যে সমস্যা গুলো রয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করবো।যেসব স্থানে হালকা বৃষ্টি হলেই রাস্তা, বাসা বাড়ি প্লাবিত হয়; সেসব স্থানে ড্রেনেজ ব্যবস্থা করে দ্রুত সমাধান করা হবে। এই এলাকা শিল্প কারখানা হওয়ায় যেসব স্থানে চুরি ছিনতাইয়ের মত ঘটনা ঘটে, প্রায় সময় মহিলা শ্রমিকরা লাঞ্চনার শিকার হয়; সেইসব স্থান গুলি চিহ্নিত করে বিদ্যুতিক আলোর ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করা হবে। বিনোদনের জন্য পৌরপার্ক, খেলার মাঠ, পৌর গোরস্থানসহ স্বাস্থ্য সেবার আওতায় এনে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য সরকার আবদুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক কবি এম তুষারী, সাধারণ সম্পাদক মাহবুব আলম মেহেদী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রেস ক্লাবের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।