গাজীপুরের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি বটতলা এলাকায় শনিবার সকালে তুলা তৈরি কারখানা ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চার ঘন্টার চেষ্টায় বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শনিবার সকালে ১১ টার দিকে ভয়জার লিমিটেড তুলা তৈরি কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা পাশের কয়েকটি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। এদিকে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে। এময় আসাদুল ইসলাম, রুস্তম আলী, তানভীর হাসান , ইসমাইল হোসেন,সহ ১০/১২ টি গোডাউন আগুনে পুড়ে যায়। আগুনে তিনটি মুদির দোকান পুড়ে যায়।
এদিকে আগুনের কালো ধোঁয়ার কারনে আসে পাশের বসদ বাড়ির মানুষ গুলো আগুন আতঙ্কে বাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেয়। এদিকে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে পরে আগুনের গতিবেগ বেশি থাকায় কাশিমপুর সারাবো ও ভোগড়া বাইপাস এলাকার আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিতে যোগ দেন।
পরে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারিনি ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে ক্ষতিগ্রস্ত ঝুট গোডাউন মালিকদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাতাসের গতিবেগ থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনলাগার কারণ জানা যায়নি ।