গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে রোববার রাতে র্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ হাসান মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করেন। পরে র্যাব-১ সদস্যরা সোমবার সকালে আটককৃত মাদব ব্যবসায়ীকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, জয়পুরহাট জেলার সদর উপজেলার পিছুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে হাছান মিয়া(৩২)। র্যাব-১ ও কালিয়াকৈর থানা পুলিশ জানান, র্যাব-১ এর একটি টহল দল ডিউটিকালে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রয়ের জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় তুরাগ সিএনজি ফিলিং স্টেশন সামনে অবস্থান করছে। সেখানে র্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে হাছান মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তার কাছে রাখা ৯০ বোতল ফেনসিডিল এবং ১টি মোবাইল ফোনসহ আটক করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনোয়ার হোসেন চৌদুরী জানান, র্যাব-১ একজন মাদক ব্যবসাীকে ৯০ বোতল ফেনসিডিল এবং ১টি মোবাইল ফোনসহ আটক করে মামলা দিয়ে দিয়েছেন। দুপুরে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।