গাজীপুরের কাশিমপুর থানাধীন ১ নং ওর্য়াড মাধবপুর এলাকায় চায়না টাইগার ব্যাটারি কারখানায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত পা বেধে মারধোর ও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা ।খবর পেয়ে শুক্রবার সকালে কারখানা পরির্দশন করেন কাশিমপুর থানা পুলিশ ।এ ঘটনায় রাজু মিয়া নামের এক নিরাপত্তাকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইটার দিকে কারখানার প্রাচির টপকে ৫ জন মুখোশদারি লোক প্রথমে মানিক মিয়া ও মুখলেছুর রহমান নামের দুই নিরাপত্তাকর্মীকে হাত পা বেধে ফেলে ।এসময় তাদের চিৎকারে কারখানার ভিতরে থাকা রাজু মিয়া আসলে তাকেও বেধে ফেলে ডাকাতরা ।
এসময় নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা চাবি নিয়ে কারখানার মেইন গেটের তালা খুলে পিকাআপ ভ্যান নিয়ে আরো ১০ জন ডাকাত ভিতরে প্রবেশ করে কারখানার স্টোর ভেঙ্গে ব্যাটারী তৈরি জরঞ্জাম ,তৈরি বিভিন্ন ব্যাটারি,দুইটি ল্যাপটব,সাতটি কম্পিউটার ,একটি ৪২ ইঞ্চি তসিবা এলইডি টিভি ও সিসি ক্যামেরার কন্ট্রোলবক্স নিয়ে পালিয়া যায় ডাকাতরা ।পরে সকালে কারখানা কতৃপক্ষ ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কারখানার নিরাপত্তাকর্মী রাজু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাপাতালে ভর্তি করেন ।
কারখানার দায়িত্বে থাকা দুভাষী কর্মর্কতা সুমন আলী জানান রাতের চারটার দিকে কারখানায় ডাকাতি হয়েছে এমন সংবাদ পেয়ে তিন নিরাপর্ত্তাকর্মীকে হাত পা বাধা অবস্থায় পাই ।
পরে সেখানে দুজন স্স্থ্য থাকলেও একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।এ বিষয়ে থানার পুলিকে অবগত করেছি ।তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছেন ।এতে করে কারখানার প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতরা ।
কাশিমপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন ডাকাতির ঘটনায় কারখানা পরিদর্শন করেছি ।এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে ।অতিদ্রæত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে মাঠে একটি পুলিশ টিম কাজ করছে ।