কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) বিকালে বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষানুরাগী ও মো জাহাঙ্গীর আলম পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওসার আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, উপজেলা কৃষি অফিসার ও নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ফারজানা তাসলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য এবং ডিসপ্লে উপভোগ করেন। পরিশেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোা.বেলায়েত হোসেন তালুকদার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ছালাম মিয়াসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ