গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোল্লা পাড়া এলাকায় আলোর দিশা হোসিয়ারী অ্যান্ড গার্মেন্টস নামক একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১:৪৫ মিনিটের দিকে হটাৎ করেই কারখানার ভিতর আগুন দেখতে পায় কারখানার সিকিউরিটি ও এলাকাবাসী পরে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলে আগুনের লেলিহান শিখা মূহুর্তে সারা কারখানায় ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস কে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে আগুন বেগতিক দেখে আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
কারখানার জনারেল মেনেজার আব্দুল সালাম জানান, কারখানা রাত ৮ দিকে বন্ধ করে বাসায় যাই হটাৎ খবর পাই আগুন লেখেছে।কারখানার ৭০ টি মেশিন, ১ টি বয়লার, ১ টি প্রাইভেট কার গাড়ি, তিন কোটি টাকার তৈরী পোষাক, দের কোটি টাকার কাপড়, আনুমানিক সাড়ে ৭ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মানিক বাদসা জানান, তিনটি ইউনিটের চেষ্টায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।