নির্বাচন করতে পারবেন না কুমিল্লার হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
ঋণ খেলাপির দায়ে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত; বড় ধাক্কা বিএনপিতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। ঋণ খেলাপির দায়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত থাকায় তাঁর মনোনয়নপত্র নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এর আগে হাইকোর্ট এক আদেশে ঋণ খেলাপির ওই তালিকা স্থগিত করেছিলেন, যার ফলে তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পথ প্রশস্ত হয়েছিল।
চেম্বার আদালতের সিদ্ধান্ত:
হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আজ শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী এখন আর ঋণ খেলাপির দায় থেকে মুক্ত নন এবং বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারিয়েছেন।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপির অত্যন্ত শক্তিশালী ও হেভিওয়েট প্রার্থী ছিলেন। তাঁর প্রার্থিতা বাতিলের এই খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্তে এই আসনে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী ইতিপূর্বে এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ঋণ সংক্রান্ত অভিযোগের কারণে এবারের নির্বাচনে তাঁর অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়ল। তবে চেম্বার আদালতের এই আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করবেন কি না, সে বিষয়ে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।