মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৫ জন
প্রধান অভিযুক্ত ফজর আলী ঢাকা থেকে আটক; ৪ সহযোগীও পুলিশের হাতে
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে মূল অভিযুক্ত ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ফজর আলী মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদের ছেলে।
ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
ফজর আলী ছাড়াও ধর্ষণের ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন একই গ্রামের অনিক, সুমন, রমজান এবং বাবু।
জনরোষ ও মামলার প্রেক্ষাপট
পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ধর্ষণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক জনরোষ তৈরি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি **ধর্ষণ মামলা** দায়ের করেছেন।
মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়। এরপর পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুপার আরও জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে চিকিৎসা শেষে আদালতে হাজির করা হবে।