চট্টগ্রাম

চট্টগ্রামে মিরসরাইয়ে অদম্য যুব সংঘের বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার মিরসরাই উপজেলা অডিটরিয়ামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাংসদ মাহবুবুর রহমান রুহেল। 

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলাব্যাপী সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অদম্য যুব সংঘের অবদান স্বীকার করে সংগঠকদের ভূয়সী প্রসংশা করেন। 

সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, সংবর্ধিত অতিথি ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, নিউইয়র্ক প্রবাসী আশরাফ আলী খান লিটন, কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখর উদ্দিন পারভেজ, অদম্য যুব সংঘের পৃষ্ঠপোষক লিটন চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন, আজীবন সদস্য রেজাউল করিম খান প্রমুখ।

অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতার ৫ম আসরে মাধ্যমিকের আইডল নির্বাচিত হয় জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৌপ্তিক মহাজন। 

এসময় মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংঘ, নির্বাণ সংঘ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, ঝংকার, ড়বিডি ক্লিন, কাটাছড়া সমাজকল্যান এসোসিয়েশন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, আদর্শ বন্ধু ফোরাম, হিতকরী, নয়া দালান, প্রজম্ম মিরসরাই, উদয়ন ক্লাব, বাতিঘর, শান্তিনীড়, অনির্বাণ যুব সংঘ, দুর্গাপুর স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা, স্বপ্নতরী-৭১, সাহেরখালী সেচ্ছাসেবী ফোরাম, রক্তিম পরিবার, জাগ্রত প্রতিভা, মিরসরাই সমাজকল্যাণ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মানবিক অটোরিকশা চালক জব্বার আলীকে শুভেচ্ছা স্মারক, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেনকে শুভেচ্ছা স্মারক ও অদম্য বর্ষ সেরা কর্মী আবিদ হোসেনকে  পুরস্কৃত করা হয়।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker