চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূ খুনের অভিযোগে প্রতিবেশি গ্রেপ্তার

চট্টগ্রামের ইপিজেড নিউমুরিং এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মো. কিবরিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় অভিযুক্ত কিবরিয়ার কাছ থেকে মোবাইল ও ওই নারীর স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কোন একসময় ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) ইপিজেড থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা জানান, নিউমুরিং তক্তারপুল এলাকার মাবিয়া ভিলার শামীমা আক্তারকে আপা বলে সম্বোধন করতেন একই বাড়ির আরেক বাসিন্দা মো. কিবরিয়া। সে সুবাদে শামীমার ঘরে প্রায় আসা যাওয়া ছিল কিবরিয়ার।

রোববার রাতে কিবরিয়া ঘরের কলিংবেল চাপলে দরজা খুলে দেন শামীমা। এসময় আচমকা পেছন থেকে শামীমার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে কিবরিয়া। পরে তাকে হাতপা বেঁধে বিছানায় ফেলে চলে যায় খুনি।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, পুলিশ বিষয়টি জানতে পারলে বিশেষ অভিযান চালিয়ে কিবরিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ওই গৃহবধূর স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker