ছোট দেবরকে মোবাইল নিতে দেয়ায় শাশুড়িকে মারধর
বরগুনার আমতলীতে ছোট ছেলেকে মোবাইল কিনে দেয়ায় পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে মারধরের অভিযোগ; আহত শাশুড়ি হাসপাতালে ভর্তি
ছোট ছেলে মেহেদী হাসানকে (১০ হাজার টাকা) মোবাইল কিনে দেয়ায় মা আকলিমা বেগমকে (শ্বাশুড়ি) বড় ছেলে রাসেলের স্ত্রী মায়া বেগম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শ্বাশুড়িকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে।
জানা গেছে, উপজেলা নাচনাপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী আকলিমা কলেজ পড়ুয়া ছোট ছেলে মেহেদী হাসানকে ১০ হাজার টাকায় মোবাইল কিনে দেয়। এতে ক্ষুব্ধ হন বড় ছেলে রাসেল হাওলাদারের স্ত্রী মায়া বেগম। এর জের ধরে মঙ্গলবার বড় ছেলের স্ত্রী মায়া বেগম শ্বাশুড়িকে গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করলেই বড় ছেলের স্ত্রী মায়া বেগম শ্বাশুড়িকে বেধড়ক মারধর করে। মারধরে শ্বাশুড়ির মুখমন্ডল ও চোখে গুরুতর জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত শ্বাশুড়ি আকলিমা বলেন,
আমি আমার কলেজ পড়ুয়া ছোট ছেলে মেহেদী হাসানকে মোবাইল কিনে দেয়ায় বড় ছেলের স্ত্রী মায়া বেগম আমাকে গালাগাল করে। আমি এর প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। আমি এ বিচার চাই।
বড় ছেলে রাসেল হাওলাদার স্ত্রীর মায়া বেগমের পক্ষ নিয়ে বলেন,
আমার স্ত্রীকে আমার মা আগে মারধর করেছে। তারপর আমার স্ত্রী আমার মাকে মারধর করেছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন,
অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।