বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড নামক জুতার উপকরণ তৈরির গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার চার শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর কাউনিয়া এলাকার বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজের কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোম্পানির শ্রমিক জানান, কারখানার দোতলায় অবস্থিত গুদাম থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে যায় এবং আগুন নেভানোর কাজে অংশ নেয়।
কোম্পানির ম্যানেজার এডমিন মো: জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বড়ো ধরণের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে কারখানার চারজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।