লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি নিয়ে পরস্পর বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে ও পরে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির পদত্যাগকারী একটি অংশ মেহেদী হাসান অয়নের নেতৃত্বে, আব্দুর রহিম আসাদ, আরিফ হোসেন অংশ গ্রহনে উত্তর বাজার আফনান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
তারা নতুন গঠিত কমিটি বাতিল করে পুন: নতুন কমিটি গঠনের দাবী জানান। অপরদিকে এর আগে ছাত্র সমন্বয়ক আরমান হোসেনের নেতৃত্বে পদত্যাগকারীদের বিরুদ্ধে শহরে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেন।