জয়পুরহাটর পাঁচবিবি উপজেলায় জুতার মধ্যে ৫ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. বাবু। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের নূর মুহাম্মদের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো থানায় মামলা করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানান সহকারী পরিচালক।