একাধিক মামলায় অভিযুক্ত গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জগলুল হায়দারকে (২৭) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ সোমবার টঙ্গী পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার জগলুল হায়দার টঙ্গীর দত্তপাড়া শান্তির বাগ এলাকার মো. মেহের আলীর ছেলে।
পুলিশ জানায়, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থেকে জগলুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আাইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ কালের কণ্ঠকে বলেন, আসামির বিরুদ্ধে ঢাকার পল্টন থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।