যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিএনপি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য জানান।
জনির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের অভিযোগ আনেন বিএনপিরই স্থানীয় নেতারা। এই বিষয়ে গত ১৫ নভেম্বর কালের কণ্ঠে একটি বিস্তারিত প্রতিবেদনও প্রকাশিত হয়।
সৈয়দ সাবেরুল হক বলেন, জনির বিরুদ্ধে উত্থাপিত লুটপাট, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগগুলো সন্নিবেশিত করে তাকে আজই একটি চিঠি দেওয়া হয়েছে।
জবাব দেওয়ার জন্য তাকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৫ নভেম্বর ‘নওয়াপাড়ায় বিএনপির জনির দৌরাত্ম্য’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, এই নেতার বিরুদ্ধে দলের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অভিযোগসমূহ জেলা ও কেন্দ্রীয় বিএনপি, এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পাঠানো হয়।
কিন্তু জনির বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য অভিযোগগুলো নাকচ করে জনি আত্মপক্ষ সমর্থন করেছিলেন।