বৃহস্পতিবার (১২) আগষ্ট, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে বাস্তবায়িত পানছড়ি উপজেলাধীন দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান লোগাং উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব, প্রতাপ চন্দ্র বিশ্বাস।
পানছড়ি উপজেলাধীন দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান লোগাং ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো : তৌহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনাব মো রাকিবুল ইসলাম, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কালা চাঁদ চাকমা, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক সহযোগিতায় কাজটি বাস্তবায়নের করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পাশাপাশি বিশেষভাবে যিনি সার্বক্ষণিক উক্ত কাজটি তত্বাবধান করেছেন উপ-সহকারী প্রকৌশলী জনাব, মিলন চাকমা।
তিন কক্ষ বিশিষ্ট ছাত্রাবাসটি নির্মাণ ব্যয় হয়েছে আট লক্ষ টাকা।