করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন ধরে সারাদেশে কঠোর লকডাউন থাকায় ।বন্ধ হয়ে আছে বিভিন্ন কর্ম সংস্থান। এতে কর্মহীন হয়ে আর্থিক সংকটে পরেছে দিনমজুর সহ নানা পেশার মানুষ। সেই কর্মহীন মানুষদের দুরঅবস্থা দেখে তাদের পাশে দাড়িয়েছেন কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় দুই ইউনিয়নের উপজেলায় কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান করেন । রবিবার (৮ই আগস্ট)
সকালে উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি ইউনিয়নের প্রায় ৪শতাধিক নারী ও পুরুষের হাতে নগত অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শাহাআলম সরকার,সাধারন সম্পাদক ও আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জক, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক স্বপ্না আক্তার, ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী বৃন্দ।