জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য ২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অনুদান দিয়েছেন।
আজ শুক্রবার সকালে শহরের খেজুরতলা এলাকার তাঁর বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমানের কাছে এমপি সাহেবের ব্যাক্তিগত সহকারী সাইফুল ইসলাম ২০ টি অক্সিজেন সিলিন্ডার, সাথে ২০ টি ষ্ট্যান্ড সহ, ১২ হাজার মাস্ক, ও ৬০০ সাবান হস্তান্তর করেন।
এ অনুদান বুঝে পাওয়ার পর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি র দেয়া অক্সিজেন গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গুলো করোনা রোগীদের চিকিৎসা সেবায় বেশ কাজে দিবে।
এ জন্য তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ অনুষ্ঠানে আরো যারা ছিলেন –
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ণ চন্দ্র পাল ও সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোঃ. কামরুজ্জামান প্রমুখ।