গাজীপুরের কালিয়াকৈরে বাইপাস সড়কে শুক্রবার দুপুরে ট্রাক ও পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষের দূর্ঘটনায় ছয়জন আহত ও দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে ।
ঢাকা-টাংগাইল মহা-সড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা থেকে আসা পাজারো নম্বর ( ঢাকা মেট্রো -চ, ১৯-৭০৮৬) যোগে ঈদ উপলক্ষে পারিবারিক ভাবে দেশের বাড়ি সড়িশাবাড়ী- জামালপুর যাচ্ছিল।
দ্রূতগামী একটি ট্রাক পিছনদিক থেকে চাপা দিলে ছয়জন যাত্রী আহত হয়। এদের মধ্যে সড়িশাবাড়ী জেলার সোনার পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে রুমানা আক্তার (২৬). রফিকুল ইসলামের ছেলে রাজিন(৮), আশংকাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।